আটুলিয়া প্রতিনিধি : নারীর সম অধিকার, সম সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্য বিষয় টি কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ই মার্চ) সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ১০৩ নং সেন্ট্রাল আবাদচন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের ফেইজ-২ এর ও বনবিবি তলা সিসিআরসি সংগঠন সহযোগিতায় বনাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন বনবিবিতলা সিসিআরসি সংগঠনের সভাপতি ও ইউ পি সদস্য মোঃ মাহাতাব উদ্দীন সরদার, সহ সভাপতি মিনতি মল্লিক, কোষাধ্যক্ষ ইজাজ আহমেদ, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনে, সাধারন সম্পাদক জি এম মাসুম বিল্লাহ, ইয়ুথ গ্রæপের সভাপতি মোঃ বিলাল হোসেন, সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিঃ সুজন বিশ্বাস, হিসাব রক্ষন কর্মকর্তা মিসেস ন্যান্সি বিশ্বাস, মাঠ সংগঠক মিঃ জগদীশ সরদার ও মিস দিল আফরোজ প্রমূখ।