এম জুবায়ের মাহমুদ : সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন জায়গায় মার্কেট নির্মাণ নিয়ে চলছে ইঁদুর-বিড়াল খেলা। স্থানীয় ইউনিয়ন পরিষদ জায়গাটি তাদের রেকর্ডীয় দাবি করে মার্কেট নির্মাণ করছে, অপরদিকে প্রশাসন বলছে, জায়গাটি পেরিফেরিভুক্ত।
ওই স্থানে মার্কেট নির্মাণ শুরু হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর প্রশাসন সেখানে মার্কেট নির্মাণের কাজ বন্ধ করে দেয়। যদিও গত শুক্র ও শনিবার সেখানে মার্কেট নির্মাণের কাজ চলেছে। এ বিষয়ে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, পরিষদের রেকর্ডীয় জায়গায় পরিষদ কাজ করছে।
অপরদিকে, শ্যামনগর উপজেলা সহকারী কমিশন (ভ‚মি) আসাদুজ্জামান বলেন, পেরিফেরিভুক্ত জায়গায় কাজ করছিল জানতে পেরে বন্ধ করে দেওয়া হয়। কাজ করার নিদের্শনা দেওয়া হয়নি। যদি তারপরও কাজ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, মার্কেট নির্মাণাধীন স্থানে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছিল, তা সরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই।