নিজস্ব প্রতিনিধি : শনিবার বিকেল সাড়ে পাঁচটায় দ্বাদশ সত্যেন সেন গণসঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদেরকে সনদপত্র প্রদান করা হয়। উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে শনিবার বিকেলে শহীদ নাজমুল সরণীস্থ ম্যানগ্রোভ সভাঘরে জেলা পর্যায়ে ক-গ্রæপে বিজয়ী নওরিন রিমি ও খ-গ্রæপে বিজয়ী সাফিয়া যানান সুমনার হাতে সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ০১ লা মার্চ খুলনা বিভাগীয় গণসংগীত প্রতিযোগিতা যশোরে অনুষ্ঠিত জেলা পর্যায়ে বিজয়ী সাফিয়া যানান সুমনা ও নওরিন রিমি অংশ গ্রহন করে। এদিন উদীচী কেন্দ্রীয় সংসদের নের্তৃবৃন্দ ও বিচারক মন্ডলীর উপস্থিতিতে শতাধিক প্রতিযোগি গণ সংগীতে অংশ গ্রহন করেন।
উদীচী সাতক্ষীরা কর্তৃক শনিবার সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য সংগীত শিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালি মুখার্জি, উদীচী সাতক্ষীরার সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, কাজী মাসুদুল হক, স্বপন মন্ডল, সাকিবুর রহমান বাবলা, সীমা রানী মন্ডল, ডি.এম রোকেয়া খলিল প্রমুখ। সভায় আগামী রোজার ঈদের পর কন্ঠশিল্পী চৈতালি মুখার্জির একক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়।