রবিবার , ১০ মার্চ ২০২৪ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

দরগাহপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য পদে উপনির্বাচনে ঝর্ণা খাতুন বিজয়ী

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ১০, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ণ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত উপনির্বাচনে ভোটাররা পৃথক পৃথক ৩টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে মাইক প্রতীক নিয়ে ঝরনা খাতুন ৮০৪ ভোট পেয়ে বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বক প্রতীক নিয়ে আরজিনা বেগম ৭৪৬ ভোট ও বই প্রতীক নিয়ে কোহিনুর বেগম ৫০৩ ভোট পেয়েছেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সর্বমোট ৩৮.৮৫% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনটি কেন্দ্রে সর্বমোট বাতিল হয়েছে ১৪৮ ভোট। সুষ্ঠ ও শান্তিপূর্ণ এ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ, প্রনয় বিশ্বাস ও নুসরাত জাহান।

নির্বাচন পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রনি আলম নূর, জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীসহ ডিএসবি, ডিজিএফআই এনএসআই ও র‌্যাবের কর্মকর্তাবৃন্দ। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাচন অফিসার আলী সহাল জুয়েল। উল্লেখ্য, এ আসনের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রোজিনা বেগম গত বছরের ২২ ডিসেম্বর হৃদরোগে মৃত্যুবরণ করার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত