লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি “ভ‚মিহিন থাকবে না, গৃহহীন থাকবে না” এরই ধারাবাহিকতায় আশাশুনিতে আশ্রয়ন প্রকল্প সংক্রান্ত যৌথ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা ভ‚মি অফিসের আয়োজনে জরুরি সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূর।
এসময় উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, ডাঃ এস,এম আতাহার আলী, নির্বাচন কর্মকর্তা আলী সোহাল জুয়েল, ইঞ্জিনিয়ার নাজিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আজিজুল ইসলাম, এসআই আব্দুর রহিম, একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, আবু দাউদ ঢালী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল, সার্ভেয়ার এমদাদুর রহমান তারেক, ভ‚মি অফিসের নাজির শাহিন ইসলাম সহ উপজেলার ১১টি ইউনিয়নের ভ‚মি সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত. উপজেলায় ‘ক’ শ্রেণীর মোট ১০৩৬টি পরিবারের মধ্যে হতে ৭১৫ টি পরিবারকে সরকারি খাস জমিতে পূর্ণবাসন করা হয়েছে। বাকি ৩২১টি পরিবারকে ঘর নির্মাণের মতো উপযোগী/নিষ্কাশন সরকারি খাস জমি না থাকায় প্রতাপনগর ইউনিয়নে ৩.৩৬ একর, আনুলিয়া ইউনিয়নে ১.৮৬ একর, খাজরা ইউনিয়নে ১.৮৫ একর এবং শ্রীউলা ইউনিয়নে ১.৫৯ একর সর্বমোট ৮.৯৪ একর জমি ক্রয়ের মাধ্যমে পূর্ণবাসন করা হয়েছে। এর ভিতরে ৩২১টি পরিবারের মধ্যে ১৮১টি পরিবারের জন্য ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বাকি ১৪০টি পরিবারের ঘর নির্মাণের কাজ চলছে এবং কিছু জায়গায় বালি/মাটি ভারটের কাজ চলমান রয়েছে। এছাড়া বাকি কাজ উপযোগী করতে ৫ থেকে ৬ মাস লাগবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান জানান।