নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে প্রতারণা মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান এবং সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), মোঃ সাজ্জাদ হোসেন এর সার্বিক তত্ত¡াবধানে এবং পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর দিক-নির্দেশনায় ১২ মার্চ মঙ্গলবার পৌনে ৩টায় দিকে এসআই (নিঃ)/কৃষ্ণ পদ সমাদ্দার সঙ্গীয় ফোর্সের সহায়তায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বাড়ৈগাঁও গ্রামস্থ আসামীর বসত বাড়ী হতে প্রতারণা মামলার আসামী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাড়ৈগাও (মাদবরপাড়া) গ্রামের জহুরউদ্দীনের ছেলে মোঃ মজিবর রহমান ওরফে রাজু(৫১)কে গ্রেফতার করা হয় । পরে ওই আসামীকে পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।