আবুল হাসান, পারুলিয়া প্রতিনিধি : পারুলিয়ায় হাসান ফুড এ্যান্ড বেভারেজ লিমিটেডের সৌজন্যে ১ম রমজানের দিন মঙ্গলবার সকাল ৮টার সময় থেকে পারুলিয়া ইউনিয়নের অসহায় দরিদ্র রোজাদারের মাঝে ইফতার সমগ্রী বিতরণ করা হয়েছে। হাসান গ্রæপের পরিচালক আবু হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
তিনি শারীরিক ভাবে অসুস্থ হলেও ইফতার সমগ্রী বিতরণে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও হাসান গ্রæপের চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ হাসান গ্রæপের কর্মকর্তাবৃন্দ। এসময় ইফতার গ্রহন কারীরা বলেন, আমরা প্রতি বছর আবু হাসানের পক্ষে থেকে ইফতার সামগ্রী পেয়ে পুরা রমজান গুলো নিশ্চিন্তে থাকতে পারি।
প্রতি জনকে প্রায় ২ হাজার টাকার ইফতারি প্যাকেট দেওয়া হয়। উপজেলা ব্যাপী গরীব ও অসহায় নারী পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবিষয়ে আবু হাসানের কাছে জানতে চাইলে বলেন, আল্লাহ তায়ালা আমাকে যে সম্পদ দিয়েছে তারমধ্যে যতটুকু সম্ভব আমি পারুলিয়া ইউনিয়নের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি।