তাপস সরকার, তালা ব্যুরো : সাতক্ষীরার তালায় এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকালে শিল্পকলা একাডেমী হলরুমে মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ম্যালটিজার ইন্টারন্যাশনাল এর আর্থিক সহায়তায় ও টুগেদার প্রজেক্টের কর্মশালায় সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুনিরুজ্জামান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নীগ্ধা খা বাবলি, তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউনিয়ন চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খলিশখালী ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা সাবীর হোসেন, ধানদিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, খেশরা ইউনিয়ন চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, মাগুরা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান গনেষ দেবনাথ, ভ‚মিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা, টুগেদার প্রজেক্টের প্রজেক্ট কর্মকর্তা সুনন্দা ভদ্র, সমন্বয়কারী জোসেফ মন্ডল, মহিউদ্দিন মোল্লা প্রমূখ । এসময় সাংবাদিক,সুশিল সমাজের ব্যক্তিবর্গ এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।