লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড নওয়াপাড়ায় কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বুধহাটা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মহব্বত স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে সুমন দাশকে সভাপতি, ইন্দ্রজিৎ বাছাড় ও রিপন হোসেনকে সহ-সভাপতি, আসাদুল ইসলামকে সাধারণ সম্পাদক, তাইজুল ইসলাম ও সুপল সানাকে যুগ্ম-সম্পাদক, বাপ্পি দাশকে সাংগঠনিক সম্পাদক, অচিন দাশকে সহ সাংগঠনিক সম্পাদক, সফিকুল ইসলামকে প্রচার সম্পাদক, খলিলুর রহমানকে সহ-প্রচার সম্পাদক, শওকত সরদারকে দপ্তর সম্পাদক, কামরুল ইসলামকে সহ-দপ্তর সম্পাদক, আব্দুল বারীকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী ওয়ার্ড কমিটি অনুমোদন দেয়া হয়।
বুধবার কমিটি অনুমোদন কালে বুধহাটা করিম সুপারমার্কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোটরসাইকেল শ্রমিক সভাপতি মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুক্তাজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রুস্তম আলি, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম প্রমূখ।