শেখ মনিরুল ইসলাম : সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের অবহেলিত ও জলাবদ্ধতা প্রবন একটি গ্রাম কুলপোতা। যে গ্রামে স্বাধীনতার পর এইপল প্রথম কোন সংসদ সদস্যের পা পড়েছে বলে দাবি করেন গ্রামবাসীরা।তাও আবার একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।
তিনি হলেন শহীদ স ম আলাউদ্দীন কন্যা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি। শুক্রবার (১৫ মার্চ) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার কুলপোতা গ্রামবাসী এমপি সেঁজুতিকে পেয়ে গ্রামের প্রতিটি সাধারণ মানুষের মাঝে আনন্দ উচ্ছ¡াস লক্ষ্য করা যায়। এ যেন, কুলপোতাবাসী যেন আসমানের চাঁদ হাতে পেয়েছে। এমপি আসবে শুনে গ্রামের সকল ধর্মের মানুষ একসঙ্গে নির্ধারিত স্থানে আগেই উপস্থিত হলেন।
এমপি সেঁজুতি যথারীতি হাজির হলেন কুলপোতা গ্রামে। কুলপোতাবাসীর মনে আশার সঞ্চার হল। পুরুন হলো তাদের ইচ্ছা। এমপি সেঁজুতিকে ফুল দিয়ে বরণকালে কোন প্রতিযোগিতা ছাড়াই সারিবদ্ধ াবে কেউ তার গলায় পরালেন ফুলের মালা, কেউ দিলেন ফুলের তোড়া, আবার কেউবা তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নিলেন গ্রামের বয়োবৃদ্ধ থেকে শুরু করে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা। এসময় এমপি সেঁজুতিকে ফুলেল শুভেচ্ছা জানান কুলপোতা গ্রামের ধর্মদাস সরকার, মনিকা সরকার, বৃষ্টি গাইন, দেবব্রত সরকার, বৈরাগী সরকার, জগদীশ সরকার, নিতাই সরকার প্রমুখ।