রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

ইজিবাইক ছিনতাইচক্রের পাঁচসদস্য আটক, ছয়টি ইজিবাইক উদ্ধার

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ১৭, ২০২৪ ১২:৫৫ পূর্বাহ্ণ

যশোর অফিস : ইজিবাইক ছিনতাইচক্রের পাঁচসদস্যকে আটক করেছে যশোরের পিবিআই কর্মকর্তারা। তারা যশোরের বিভিন্ন এলাকায় ইজিবাইক ছিনতাই কওে বেরায়। প্রথমে যাত্রীসেজে ইজিবাইকে উঠে চালকের সাথে গড়ে তোলে সুসম্পর্ক। কথার ছলে পানি কিংবা জুসের সাথে চেতনানাশক ঔষুধ মিশিয়ে খাওয়ানো হয় চালককে। এরপর অচেতন হয়ে পরা চালকককে রাস্তায় ফেলে ইজিবাইক নিয়ে চম্পট দেন তারা।

এখানেই শেষ না, ওই ইজিবাইক শোরুমে তুলে জাল কাগজপত্র তৈরী করে তা বিক্রি করে দেন তারা। যশোরের পিবিআই কর্মকর্তারা মাগুরা থেকে ইজিবাইক ছিনতাইকারী চক্রের এ পাঁচ সদস্যকে আটকের পর এ তথ্য উঠে এসেছে। একই সাথে উদ্ধার করা হয়েছে ছিনতাইকরা ছয়টি ইজিবাইক। আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামের রাফি শেখ রাব্বি, ঘোড়াদিয়া গ্রামের আশিকুর রহমান শাকিল, মাগুরার খালিয়া গ্রামের আমিনুর ইসলাম, এমেছ লস্কর ও সাতদোহাপাড়া গ্রামের নাইমুল ইসলাম। এসময় পিবিআইএর উপস্থিতি টের পেয়ে এ চক্রের আরও দুই সদস্য মাগুরার বিনোদপুর গ্রামের বাবু শেখ ও এরশাদ শেখ পালিয়ে যায়।

এই সাতজনের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগাওে পাঠানোর আদেশ দেন। পিবিআই যশোরের এসআই রেজওয়ান জানিয়েছেন, মণিরামপুরের একটি ইজিবাইক ছিনতাই হয়। এঘটনায় পিবিআই যশোরের অফিসে অভিযোগ করে ভুক্তভোগিরা। এরপর তারা অনুসন্ধান চালায়।

একপর্যায় মাগুরা জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ওই পাচ আসামিদেও আটক করা হয়। এবং একই সাথে ওই ইজিবাইকগুলো উদ্ধার করা হয়। পিবিআই আরও জানায়, তাদের মধ্যে রাব্বি ও শাকিলসহ আরও কয়েকজন যশোর জেলার মণিরামপুর ও কেশবপুর এলাকা থেকে ইজিবাইক ছিনতাই করে সরাসরি চলে যায় মাগুরায়। পরে সেসব ইজিবাইক আমিনুর ও এমেছের কাছে নিয়ে যাওয়া হয়। তারা একসাথে ওইসব পুরাতন বাইক গুলো নাইমুলের শিকদার অটো হাউজে নিয়ে যায়। সেখানে নিয়ে জালকাগজপত্র তৈরী করে চোরাই বাইক বৈধবলে বিক্রি করে। এদিকে, একটি ইজিবাইকের মালিকের সন্ধান পেলেও অপর পাঁচটি ইজিবাইকের মালিককে খুজছে পিবিআই যশোরের সদস্যরা। খোয়া যাওয়া ইজিবাইক ফিরে পেতে পর্যাপ্ত তথ্য প্রমাণ নিয়ে পিবিআই অফিসে যোগাযোগের আহবান জানিয়েছেন পিবিআই কর্মকর্তারা।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান

সাতক্ষীরায় শিক্ষক দিবস উপলক্ষে ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলের কর্মসূচি পালন

তালায় মমতাজ বেগম ও মোজাম্মেল হক ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা

একদফা দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির পদযাত্রা

প্রশাসনের নাকের ডগায় নাজিমগঞ্জ বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে ভবন নির্মাণের হিড়িক

সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে ১শ পিস ইয়াবাসহ বৈকারীর শিমুল আটক

আশাশুনির জরাজীর্ণ বেড়ীবাঁধ পরিদর্শে প্রধান প্রকৌশলী বিদ্যুত কুমার সাহা

কালিগঞ্জে শেখ রাসেল ডিজিটাল আইসিটি প্রশিক্ষণের উদ্বোধন

উদ্যোক্তা দক্ষতা এবং আর্থিক সাক্ষরতা ট্রেনিং কোর্স সম্পন্ন

এমপি রবি ফুটবল টুর্নামেন্টে আলিপুর ইউনিয়নের জয়লাভ