তাপস সরকার, তালা ব্যুরো : সাতক্ষীরার তালায় জমি দখল,বাড়ীঘর ভাংচুর করে মা ও ছেলে দুজনকে পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে তালা উপজেলার জিয়ালা নলতা গ্রামে। অহতরা হলেন জিয়ালা নলতা গ্রামের নজরুল নিকারীর স্ত্রী হাজিরা খাতুন ও তার ছেলে ইকবাল নিকারী।
ইকবাল নিকারী জানান, জেয়ালা নলতা গ্রামের লায়লা বেগমের ৩৩ শতক জমির মধ্য থেকে ৮ শতক জমি ক্রয় করে তারা দুই ভাই ইকবাল ও মুছা প্রায় দেড় বছর যাবৎ বসতবাড়ী নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এরই মধ্যে অনেকবারই প্রশাসনের মধ্যস্ততায় এই জমি মাপজোক করা হয়। হঠাৎ প্রতিপক্ষ নুরু নিকারী গংরা গত সোমবার সাকালে আমাদের জমি দখল করার জন্য একদল দূর্বৃত্তদের নিয়ে আমাদের উপরে হামলা চালায়, হামলায় আমার মা এবং আমি আহত হই। এই সময় দুর্বৃত্তরা আমাদের বাড়ীঘর ভাংচুর করে ও আমাদের যাওয়ার পথ বন্ধ করে চলে যায়।
পরে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। ইকাবাল আরও জানান সুষ্ঠ বিচারের জন্য আমি সংশ্লিষ্ট প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি। প্রতি পক্ষ নুরু বিশ্বাসের কাছে ঘটনার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।