অহিদুজ্জামান খান : ১৭ই মার্চ নব জীবন এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করা হয়।
সকাল ৯টায় খুলনা রোড চত্তওে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নব জীবন এর পক্ষ হতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর সকাল ১১ টায় নব জীবন কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃশামসুলআলম খান এর সভাপতিত্বে নবজীবন প্রাঙ্গনে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলাম (মন্টু)। তিনি বলেন, আজ জাতীর পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস। তিনি এ দেশে জন্মগ্রহন কওে ছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। তিনি শিশুদের ভালবাসতেন তাদের নিয়ে স্বপ্ন দেখতেন, স্বপ্ন গড়তে হয় কিভাবে তার দৃষ্টান্ত স্থাপন করতেন। তাই আজ আমরা তাকে শ্রদ্ধাভওে স্মরণ করি। প্রধান অতিথি বঙ্গবন্ধুর আদর্শ ও অনুপ্রেরণায় সকল শিশুকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নব জীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, নব জীবন কার্য নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ রনজিনা বেগম, নির্বাহী সদস্য মোঃ আফরোজার রহমান খান চৌধুরী, নবজীবন ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, নব জীবন মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কো-অর্ডিনেটর মোঃ সেলিম মিয়া, মিউচ্যুয়াল কো-অপারেশন ফর ডেভেলপিং এডুকেশনাল ইন্সটিটিউশন শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োগ প্রাপ্ত ২ জন কম্বোডিয়ান নাগরিক নিউ জেনারেশন স্কুল ট্রেনারমি. ইয়ান সচিত্রা ও নিউ জেনারেশন স্কুল মেন্টরমিস. চুনলে সিথ সহ শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ এবং নব জীবনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
আলোচনা অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ গ্রহণ কারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্ট এর জুনিয়র ইন্সট্রাকটর মোঃ জাকির হোসেন।