শ্যামনগর ব্যুরো : সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্পের (বাংলাদেশের দুর্যোগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ ও অবকাঠামো নির্মাণ প্রকল্প) অধীনে উপক‚লের মানুষর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (১১ই মার্চ) সকাল সাড়ে দশটায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে সিসিডিবি’র সহযোগিতায় ৬টি হত দরিদ্র পরিবারের বসবাসের জন্য দুর্যোগ সহনশীল ঘর নির্মাণের উদ্বোধন করা হয়েছে।
গাবুরার লক্ষীখালী গ্রামে দুর্যোগ সহনশীল এই ঘর নির্মাণের উদ্বোধন করেন চেয়ারম্যান জি এম মাসুদুল আলম। এসময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের মেম্বার ইমাম হাসান, প্রকল্পের ম্যানেজার এস এম মনোয়ার হোসেন সহ অন্যান্য সহকর্মীবৃন্দ এবং ল²ীখালী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।