আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। রোববার সকালে শহীদ স্মৃতি সৌধ চত্বরে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
পরে বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আল. এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নুরের সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মু. মিজানুল হক, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন, উপজেলা ভাইস চেয়ারম্যান চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আজিজুল হক, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রকিব, সোহাগ আলম, তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা আখতার ফারুক, প্রধান শিক্ষক মাজারুল ইসলাম মুকুল ও নিরঞ্জন কুমার মন্ডল প্রমূখ।