ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সানার ঐকান্তিক প্রচেষ্টায় ১২ মামলার সাজাপ্রাপ্ত আসামি লুৎফুর রহমান জুয়েল (৪৩) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জুয়েল উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে, সে নাজিমগঞ্জ বাজারের অবস্থিত রংধনু কসমেটিকস এর স্বত্বাধিকারী।
কালিগঞ্জ থানা সূত্রে জানা যায, জুয়েল ৯ টি মামলায় বিভিন্ন মেয়াদের সাজা প্রাপ্ত ও ৩ টি নিয়মিত মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে সোমবার (১৮ মার্চ) সন্ধার মেহেরপুর জেলার গাংনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সানা জানান, আটককৃত আসামিকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে প্রেরণ করা হয়েছে।