মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

পিরোজপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ে কমিটি গঠন : সভাপতি মফিজুর

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ১৯, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ

সুব্রত কুমার গোলদার (খাজরা) আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কপোতাক্ষ নদের তীর ঘেষে অবস্থিত ৫৭ নং পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রথমে অভিভাবক সদস্য ও পরে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে মোঃ মফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৯মার্চ) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুম চত্ত¡রে এই পূর্নাঙ্গ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক অরুন কুমার মন্ডলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাহুল মন্ডলের সঞ্চলনায় প্রথমে সমস্ত অভিভাবকদের প্রকাশ্য মতামতের ভিত্তিতে ১১ সদস্যদের বিদ্যালয় পরিচালনা কমিট গঠন করা হয়।

অভিভাবকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে অভিভাবক সদস্য আমেনা খাতুন ও চায়না রানী, পুরুষ সদস্য মোঃ মফিজুর রহমান ও দিলিপ কুমার কুমার মন্ডল, বিদ্যোৎসাহী সদস্য বরুন কুমার সানা ও মহিলা রাজিয়া সুলতানা, জমিদাতা কালিপদ মন্ডল, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক প্রতিনিধি লিপিকা সুলতানা, শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক তৃপ্তি রানী, সদস্য সচিব প্রধান শিক্ষক অরুন কুমার মন্ডল, পদাধীকার বলে ইউপি সদস্য রবিউল ইসলাম নির্বাচিত করা হয়। এসময় অত্র বিদ্যালয়ের সহকারী আশিক কুমার সানা, চন্দন কুমার সরকার, ইউপি সদস্যা তহমিনা বেগম, যুবলীগ নেতা আনারুল ইসলাম ও সাইফুল ইসলাম, রিপন হোসেন, সাবেক সভাপতি তারক নাথ সানা,অভিভাবক চৈতন্য সানা, প্রীতিষ ঢালী, আবু হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মফিজুর রহমান বলেন, আমি সর্ব প্রথম এই কোন বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছি। আমি নিজেও একজন শিক্ষক। এক জন শিক্ষক হিসেবে আমি অত্র বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়েন ভূমিকা রাখব। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর