মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সাংসদ ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
গত-ইং-১৮/০৩/২০২৪ তারিখে স্বাক্ষরিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের লক্ষ্যে ভারতে যাওয়ার কারণে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধাা মীর মোস্তাক আহমেদ রবিকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে লিখিতভাবে দায়িত্বভার হস্তান্তর করেছেন এবং সেই সাথে তাঁর অনুপস্থিতিতে দলীয় সকল কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়েছেন তিনি।
আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে ভারপ্রাপ্ত সভাপতিকে সকল বিষয়ে সহযোগিতা করার আহবান জানিয়েছেন। এব্যাপারে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগসহ কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দসহ সাতক্ষীরার সকল পত্রিকার সম্পাদক বরাবর অনুলিপি প্রেরণ করেছেন।