সুব্রত কুমার গোলদার (খাজরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কপোতাক্ষ নদের তীর ঘেষে অবস্থিত ৫৬ নং খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির ২০২৪ সালের বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রথমে অভিভাবক সদস্য ও পরে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে মোঃ মামুন হোসেন(সোহাগ) নির্বাচিত হয়েছেন।
বুধবার (২০মার্চ) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুম এই পূর্নাঙ্গ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক নলীনি রঞ্জন মন্ডলের সভাপতিত্বে ও সমস্ত অভিভাবকদের প্রকাশ্য মতামতের ভিত্তিতে ১১ সদস্যদের বিদ্যালয় পরিচালনা কমিটর উপস্থিতিতে মোঃ মামুন হোসেন সোহাগ) কে সভাপতি নির্বাচিত করা হয়।
এর আগে গত ১৮ মার্চ সকালে সকল অভিভাবকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সাধারন অভিভাবক সদস্য মহিলা নাজমা খাতুন (১) ও নাজমা খাতুন (২), পুরুষ সদস্য মোঃ জামালা মোল্যা ও রমেশ ঘোষ, বিদ্যোৎসাহী সদস্য মোঃ মামুন হোসেন (সোহাগ) ও কুলসুম বেগম, জমিদাতা নিরাঞ্জন ঘোষ,মাধ্যমিক পর্যায়ের শিক্ষক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক বিপ্লব কান্তি বৈরাগী, সদস্য সচিব প্রধান শিক্ষক নলীনি রঞ্জন মন্ডল, পদাধীকার বলে ইউপি সদস্য ইয়াকুব আলী নির্বাচিত করা হয়।
এসময় অত্র বিদ্যালয়ের সহকারী আক্তারুজ্জামান, যুবলীগ নেতা আনারুল ইসলাম ও সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা অসিতবরণ ঘোষ,হাফেজ মিজানুর রহমান, পঙ্কজ ঘোষ, বিভাষ ঘোষ, অফিস সহায়ক জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।