লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা পরিষদের সামনে উন্নত জাতের বিভিন্ন প্রজাতির রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান “মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প” একসরা সিডিএসপি বিডি ০৩২৬ এর আয়োজনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। উন্নত জাতের নারিকেল গাছ, তেঁতুল গাছ, আমলকি, নৈল গাছ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম সুর।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহাগ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসারের পরিকল্পনায় আশাশুনি উপজেলায় সুন্দর পরিবেশ রক্ষায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রতিষ্ঠানটির কর্ম এলাকায় নির্ধারিত সুবিধাভোগী ৩৩১ জন শিশুর মাঝে ৩টি করে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচী চলমান থাকবে বলে জানাগেছে।