আশাশুনি ব্যুরো : মানুষ মানুষের জন্য একটু সহানুভ‚তি কি, মানুষ পেতে পারে না। মানুষের কাছ থেকে এমনই সহানুভ‚তির অপেক্ষায় হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে নব জীবনের স্বপ্ন বুনছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী আবু হোসেন শাহরিয়ার সুমন। নিদারুণ অর্থ অভাবে সুচিকিৎসা না নিতে পেরে তিলে তিলে মৃত্যুর দিকে ঢুলে পড়ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু হোসেন শাহরিয়ার (সুমন)।
সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৪-০৫ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। বর্তমানে কিডনি, ডায়াবেটিস সহ ব্যাক বোনের সমস্যা নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
উন্নত চিকিৎসা নিতে পারলে সুমন পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে বলে চিকিৎসকরা আশাবাদী। কিন্তু উন্নত চিকিৎসায় বাধ সেধেছে অর্থ। নিদারুণ অর্থ কষ্ট আর রোগ যেন একে অপরের সঙ্গী হয়ে জেকে বসেছে সুমনের শরীরে। অচিরেই উন্নয়ন চিকিৎসা নিতে না পারলে হয়তো আমাদের মাঝ থেকে চিরতরে চলে যেতে হতে পারে সুমনকে। আবু হোসেন শাহরিয়ার সুমন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা সদরের মোঃ বজলুর রহমানের পুত্র।
সুমনের পিতা আশাশুনি কলেজের লাইব্রেরীয়ান হিসেবে দীর্ঘ দিন চাকুরী শেষ করে এখন অবসরপ্রাপ্ত। তারপর তিনি নিজেই অসুস্থ হয়ে পড়ায় নিজের চিকিৎসা ঠিকমত করাতেতো পারছেন না তার মাঝে একমাত্র পুত্র সুমনের চিকিৎসা তারপক্ষে কোন ভাবেই সম্ভব নয় বলে তার পরিবার সূত্রে জানা গেছে। এঅবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে উন্নত চিকিৎসা আশা নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাড়ি আছে সুমন।
সে বাঁচার আকুতি নিয়ে সাহায্যর হাত বাড়িয়ে দিতে আহŸান করেছেন দেশের বিত্তবান মানুষের প্রতি। বিশেষ করে সুমনের আকুতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে। তারা অন্তত সুমনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য কিছু করবেন তার পাশে দাঁড়াবেন এমনটি প্রত্যাশা নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে নতুন জীবনের স্বপ্ন বুনছেন আবু হোসেন শাহরিয়ার সুমন।
চলতি মাহে রমজানে আপনার যাকাতের কিছু অংশ না হয় সুমনের চিকিৎসায় দান করে তাকে নতুন জীবন গড়তে সাহায্য করি এমন আহবান করেছেন সুমনের পরিবার। সুমনকে পরিবারের সাথে যোগাযোগ ও সাহায্য পাঠাতে (বিকাশ ও নগদ)- ০১৬৭৭৬২২৪১১- ০১৭১৫৯৯৮৩৯৬.