নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পবিত্র মাহে রমজানের দশম দিনেও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত রেখেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের পথচারী রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং রোজাদারদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মাসব্যাপী সদর উপজেলার বিভিন্ন এলাকার রোজাদারের হাতে ইফতার পৌছে দিবেন তিনি। ইফতার বিতরণী কার্যক্রমে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মÐল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবু নিলীপ কুমার, ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ-সম্পাদক মিজানুর রহমান বাবুসানা, ব্যাংকার আব্দুর রহিমসহ আরও অনেকে।