শেখ মোশফেক আহমেদ : সাতক্ষীরায় হারানো ১০০টি মোবাইল ও বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ৩ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে এসব মোবাইল ও টাকা মালিকদের কাছে ফিরিয়ে দেন পুলিশ সুপার মোঃ মতিউর রহমান সিদ্দিকী।
পুলিশ সুপার বলেন, চলতি বছরের জানুয়ারি-ফেব্রæয়ারি মাসে হারিয়ে যাওয়া ১০০টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা। এছাড়া বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ৩ লাখ ৭৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। হারানো এসব মোবাইল ও টাকা মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ও আমিনুর রহমান সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।