হেলাল উদ্দিন, রাজগঞ্জ : শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা-বেগমপুর এলাকায় শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমির শীর্ষক প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম।
এ সময় তিনি, স্থানীয় জনগণের সাথে আরডিএ প্রতিষ্ঠার লক্ষ্য, উপকারিতা এবং ভবিষ্যতে আরডিএর মাধ্যমে স্থানীয় মানুষের ভাগ্যের উন্নয়নের বিষয়ে কথা বলেন। এসময় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আলী হাসান ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।