নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় প্রতিপক্ষের হামলায় মা ও মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করে বাড়িঘর ভাংচুর, স্বর্নলংকার লুটপাট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা জালালপুর ইউনিয়নের জেঁঠুয়া বাজার এলাকায় বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল ৩টার দিকে। আহত দুইজনকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন জেঁঠুয়া এলাকা রোকনুজ্জামানের স্ত্রী তাছলিমা বেগম (৪৮) তার মেয়ে সুমাইয়া জামান তিন্নি (১৮)। রোকনুজ্জামান জানান, একই এলাকার রহমত সরদারে ছেলে আল মামুন সাথে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রæতার সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার বিকালে পরিকল্পিত ভাবে আল মামুনের নেতৃত্বে ৬/৭ জন দূর্বৃত্তদের নিয়ে আমার বাড়িতে হামলা করে।
এঘটনায় প্রতিপাদ করায় স্ত্রী ও মেয়েকে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে ঘরের আসবাপত্র ভাংচুর, স্বর্নলংকার লুটপাটসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। পরে এলাকাবাসী উদ্ধার করে তাদের তালা হাসপাতালে ভর্তি করে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, এবিষয়ে অভিযোগ আসনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।