নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের শিমুলবাড়ীয়া এতিমখানা কমপ্লেক্স ও এনআই যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার শিমুলবাড়ীয়া এতিমখানা কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই ইফতার মাহফিল।
শিমুলবাড়ীয়া এতিমখানা কমপ্লেক্সের সভাপতি, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ ইজাজ আহমেদ স্বপন,জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন,সৈয়দ নাজমুন আসিফ মুন্নি, জেলা পরিষদের প্রধান নির্বাহী সাধন কুমার বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো.শাহাজান আলী, জেলা জাতীয় পার্টি যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান জুয়েল, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের এস এম আশিকুর রহমান, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ফিংড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুর রহমান, সিএন্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক এসএম মাখসুদ খান,জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ,সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার রুকুনুজ্জামান, শিমুলবাড়িয়া এতিমখানা কমপ্লেক্সে’র সহ-সভাপতি রোস্তম খান জজ, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মাসুম,কোষাধাক্ষ মো. বাশার গাজী, কার্যকরী সদস্য মোহাম্মদ আজগর খাঁ, মো. জাহিদুল সরদার, মো. কালাম গাজী, শেখ মামুন হোসে, মো. মনোয়ার খান, এনআই যুব ফাউন্ডেশন ব্যাংদহা শাখার সাধারণো সম্পাদক অজয় দাশসহ এলাকার গান্যমান্য ব্যক্তি, এতিমখানার আবাসিক ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আক্তারুজ্জামান।