নিজস্ব প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার (২২মার্চ) সকালে শহরের ইটাগাছা হাটের মোড়স্থ সাংসদ সেঁজুতি এমপির নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে এই ফুলের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. আসাদুল ইসলাম, সহ-সভাপতি শামসুর রহমান, রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক সিকদার, সহ-সম্পাদক মো. তফুর আলী সরদার, মো. ইয়ার আলী, সাংগঠনিক সম্পাদক মো.আবুল কাশেম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ আব্দুল জব্বার, কার্যকরী সদস্য আব্দুস সবুর, আবদুল্লাহ সরদার, জাহাঙ্গীর হোসেন, আনোয়ার হোসেন, মোহসীন হোসেন, মনিরুল ইসলাম প্রমুখ। এদিকে বিকালে পৌর যুবলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।