নিজস্ব প্রতিনিধি : ভারত সফরের তৃতীয় দিনে আজমীর শরিফে মঈনুদ্দিন চিশতীর (র.) দরগাহ শরীফ জিয়ারত করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।
শনিবার (২৩ মার্চ) আজমীর শরীফে পৌঁছে সেখানে খাজা মঈনুদ্দিন চিশতীর (র.) দরগাহ শরীফ জিয়ারত করেন তিনি। এমপি আশু আজমীর দরগাহ শরীফের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সাতক্ষীরার জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় নফল নামাজ ও মোনাজাত করেন। এসময় তার জ্যেষ্ঠ পুত্র সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুবেল ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।