রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, বোমা বিস্ফোরনে ৬ জন আহত

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ২৪, ২০২৪ ১২:২৮ পূর্বাহ্ণ

ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : প্রাচীর এবং বাড়ির গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে গৃহকর্তা সহ পরিবারের সদস্যদের এক ঘরে হাত, পা, মুখ বেঁধে জিম্মি করে নগদ ২ লক্ষ টাকা ৫ ভরি স্বর্ণ সহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ৫/৬ জনের অস্ত্রধারী ডাকার দলের সদস্যরা।

ঘন্টা ব্যাপী ডাকাতি শেষে গৃহকর্তা শাহিনের ডাক-চিৎকারে গ্রামবাসী ধাওয়া করলে অস্ত্রধারী ডাকাতদের ছোড়া বোমা এবং শাটার গানের গুলিতে ৬ জন গ্রামবাসী আহত হয়েছে। এদের মধ্যে কাজল এবং সাইদুল্লাহ কে রক্তাক্ত গুরুতর আহত আশঙ্কজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয় স্বাস্থ্য সেবা কেন্দ্রে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত (২২ মার্চ) শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ইউসুফপুর গ্রামের গৃহকর্তা শাহিনুর গাজীর বাড়িতে।

ডাকাতদের ছোড়া বোমার আঘাতে গুরুতর আহাতরা হলেন, উপজেলার ইউসুফপুর গ্রামের হাফিজুর রহমানের পুত্র কাজল (৪৪), মাজেদ সরদারের পুত্র সাইদুল্লাহ (২২), শেখ আক্তার হোসেনের জমজ পুত্র এই বছরে এসএসসি পরীক্ষা দিয়েছে হাসান এবং হোসেন, আব্দুল লতিফের পুত্র রাহাত(১৭), এবং কওসারের পুত্র রুবেল হোসেন(১৭)। এদের মধ্যে গুরুতর আহত আশংকা জনক অবস্থায় কাজল এবং সাইদুল্লাহ কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ভোর রাতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর নেতৃত্বে উপপরিদর্শক শফিকুল ইসলাম, খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বেলা ১ টার সময় পুনারায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন এবং সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউসুফপুর গ্রামের আব্দুর রহিম গাজীর পুত্র ভুক্তভোগী গৃহকর্তা শাহিনুর রহমান গাজী সাংবাদিকদের জানান, তারাবি নামাজ শেষে প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া শেষ করে পরিবারের সদস্যদের নিয়ে সবাই ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক আড়াইটার সময় প্রথমে পাঁচিলের গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পওে বাড়ির গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে কারেন্টের সুইচ বন্ধ করে সোলার লাইট জ্বালিয়ে দেয়।

পরে আমাকে ঘুম থেকে তুলে ৫/৬ জনের মুখোশ পরা ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে আমার কাপড় দিয়ে চোখ, হাত, পা বেঁধে বাড়িতে থাকা আমার বাবা আব্দুর রহিম, মা খোদেজা বেগম, স্ত্রী জোহরা খাতুন এবং শিশু কন্যা সেতুসহ সবাইকে এক ঘরে এনে মাথায় শাটার গান ধরে জিম্মি করে রাখে। পরে আমার নিকট থেকে ঘরের চাবি নিয়ে ঘরে রক্ষিত নগদ ২ লক্ষ টাকা, ১টি স্বর্ণের হার, ১ টি চেন, ১জোড়া হাতের রুলি, ১ জোড়া কানের দুল, এবং আংটি ১টি নিয়ে চলে যায়।

ওই সময় আমি ডাক চিৎকার দিলে গ্রামবাসী বেরিয়ে এসে ডাকাতদের পিছু ধাওয়া করলে ওই সময় ডাকাত দলের সদস্যরা শাটার গানের ছোড়া গুলি সহ পরপর ৩ টি বোমার বিস্ফোরণ করলে ৬ জন গ্রামবাসী আহত হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ২ জনকে প্রথমে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে ডাক্তাররা অপারগতা প্রকাশ করায় তাদেরকে পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত কাজে ব্যস্ত থাকায় এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান বিষয়টি তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

পারুলিয়ায় দরিদ্র রোজাদারের মাঝে ইফতার সমগ্রী বিতরণ

আশাশুনিতে শহীদ শেখ কামালের জন্ম বার্ষিকী পালন

আন্ত:জেলা সাইক্লিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাতক্ষীরা জেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী’র সাথে সাবেক এমপি হাবিবের সৌজন্য সাক্ষাৎ

তালার পলি রানী ঘোষ জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা

দীর্ঘ ১০ দিন বন্ধের পরে পুনরায় শুরু হলো নলতা মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম

কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন পালন

আজ রাত ১১টা ৩০ মিনিটে আরটিভিতে টকশো অনুষ্ঠানে কথা বলবেন এমপি রবি

খাজরায় ধুমধাম আয়োজনে দুই প্রতিবন্ধীর বিয়ে সম্পন্ন

ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক