বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তীর্থ কুমার ঘোষ (৩০) নামের এক শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে। তীর্থ কুমার ঘোষ মাছিয়াড়া গ্রামের নিমাই চন্দ্র ঘোষের ছেলে ও পিটিভি সুন্দরবন টেকনিক্যাল এন্ড ভোকেশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক। সে বর্তমানে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
তীর্থ কুমার ঘোষ জানান, একই এলাকার ষষ্টীপদ ঘোষের ছেলে সুনীল ঘোষ (৪২) এর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। শনিাবর সকালে আমার নিজের জমি থেকে সুনীল ঘোষ গংরা মাটি কাটছিলো। এসময় আমি বাধা দিলে সুনীল ঘোষের নেতৃত্বে শংকর ঘোষ, অনার্থ ঘোষসহ আরও কয়েকজন আমাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, মারপিটের ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত পূর্ব ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে সুনীল ঘোষের সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।