এএফএম মাসুদ হাসান, শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে সুবিধা বঞ্চিত এতিম শিশু, মাদ্রাসার ছাত্র ও আলেম-ওলাম দের সাথে ইফতার মাহফিল সম্পন্ন করে মহানুভতার পরিচয় দিয়েছে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন। কারো নেই মা, কারো বাবা। অনেকেই রয়েছেন স্বজনহীন। এবার এমন এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রমি ইফতার এর আয়োজন করেছেন নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন।
শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১২ রমজান নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে শহীদ ইরফান আলী এতিমখানা হাফিজিয়া মাদরাসায় নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শেখ আল মামুন সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ আখতারুল ইসলাম, সাংবাদিক এস এম জাকির হোসেন, ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ শহীদুল্লাহ সরদার, নূরনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক মোঃ ফারুক হোসেন, ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ শফিকুল ইসলাম, সেলিম আহমেদ, শুভ সাহা সহ অত্র ফাউন্ডেশনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজার তাৎপর্য তুলে ধরে ইফতার এর আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রধান মৌলভী মোঃ আব্দুল জলিল। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।