নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে মামলা দায়েরের ০২ (দুই) ঘন্টার মধ্যে ভিকটিম উদ্ধার ও অপহরনকারীরা আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান এবং সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), মোঃ সাজ্জাদ হোসেন এর সার্বিক তত্ত¡াবধানে এবং পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে পাটকেলঘাটা থানার ভারসা গ্রামের মৃত জয়নুদ্দীন সরদারের ছেলে বাদী সুজাউদ্দীন সরদার(৪৮) এর কন্যা অপহরন হওয়ায় এজাহার প্রাপ্তীর ০২ (দুই) ঘন্টার মধ্যে পাটকেলঘাটা থানা এলাকায় আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার অভিযান পরিচালনা কালে ২৩ মার্চ রাত অনুমান ০১.৩০ মিনিটের দিকে এসআই (নিঃ)/কৃষ্ণ পদ সমাদ্দার সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাটকেলঘাটা থানাধীন রাঘবকাটি গ্রামস্থ আসামীদের বসত বাড়ী হতে মামলার এজাহার নামীয় আসামী পাটকেলঘাটা থানার রাঘবকাটি গ্রামের শহিদুল গাজীর ছেলে ইসমাইল গাজী(২০), মৃত তারা গাজীর ছেলে শহিদুল গাজী(৬০) এবং গনি গাজীর ছেলে হুমায়ন গাজী(২২) গ্রেফতার করে। এসময় আটককৃতদের হেফাজতে থাকা বাদীর কন্যা ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। পরে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।