খুলনা অফিস : খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে বটিয়াঘাটা থানা এলাকা থেকে সীমানা পিলার চক্রের ০২ সদস্য সহ সীমানা পিলার উদ্ধার। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই যে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের সার্বিক দিক-নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযানে বটিয়াঘাটা থানাধীন ঝালবাড়ি চরপাড়া গ্রামের জনৈক মঞ্জুরুলের বাড়ীর পিছনে বেগুন ক্ষেত হতে আসামী মোঃ বাপ্পী শেখ (২৪) ও তারিকুল ইসলাম শেখ (৩০) কে আটক করেন। এসময় আটককৃত আসামিদের হেফাজত থেকে একটি সীমানা পিলার সদৃশ বস্তু আটক করে। যার উচ্চতা ৩৭ ইঞ্চি, নিচের ব্যাস ২৭ ইঞ্চি, উপরের ব্যাস ২৬ ইঞ্চি উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।