কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন কৃষ্ণনগর বাজারে জাতীয় ভোক্তা অধিকার আইনে আলামিন বেকারিতে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে অভিযোগ দায়ের এবং অপরাধ ও দন্ডের বিধান মতে ৩৭ ধারায় পন্যের মোড়ক, ইত্যাদি ব্যবহার না করার ও অপরাধে ১০ হাজার টাকা, ৪২ ধারায় খাদ্য পন্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করায় ১০ হাজার টাকা, ৪৫ ধারায় প্রতিশ্রুত পন্য বা সেবা যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ১০ হাজার টাকা জরিমানা করেন।
তাছাড়া রং মিশ্রণ করা বুনদি, ২ টি কৌটা রং,পুরাতন চিনির পানি বিনষ্ট করে। কৃষ্ণনগর বাজারে আলামিন বেকারির মালিক আবদুল গফফার এ সময় জরিমানার ৩০ হাজার টাকা পরিশোধ করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন নাজমুল হাসান সহকারী পরিচালক ভোক্তা অধিকার সাতক্ষীরা। এছাড়া উপস্থিত ছিলেন শাকিবুর রহমান ক্যাব সদস্য সাতক্ষীরা সহ সেনেটারী ইন্সপেক্টর কালিগঞ্জ আব্দুস সোবহান।