সুব্রত কুমার গোলদার (খাজরা) প্রতিনিধি : খাজরা ইউনিয়নে ৬টি গ্রামের জলাবদ্ধতা নিরসনের লক্ষে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর দুটি পয়েন্টে পাইব বসিয়ে পানি নিঃষ্কাশন করার লক্ষ্যে পানির পাইপ বসানোর জায়গা পরিদর্শন করা হয়েছে। সোমবার(২৫ মার্চ) সকালে খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম চেউটিয়া গ্রামবাসীদের নিয়ে খোলপেটুয়া নদীর চেউটিয়া খেয়াঘাট সংলগ্ন ওয়াপদার রাস্তার নিচ দিয়ে পানি সরবরাহের লক্ষ্যে জায়গা পরিদর্শন করেন। অপরটি কপোতক্ষা নদের পিরোজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাটাখালীর খালের মুখ।
এসময় ইউপি সদস্য মফিজুল ইসলাম,সাবেক ইউপি সদস্য কবির হোসেন,পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরাজ মোহন রায়, আমিনুর রহমান, আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। খাজরা ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়,ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল থেকে ইউনিয়নের দুটি পয়েন্টে ৬টি গ্রামের জলাবদ্ধতা নিরসন কল্পে ৫লক্ষ টাকার বরাদ্দ রাখা হয়েছে। দুটি পয়েন্টে ১৫০ ফুট দৈর্ঘের ১৮ ইঞ্চি প্লাস্টিকের পাইপ বসিয়ে পানি নিঃষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। সুবিধামত জায়গা নির্বাচন করে বর্ষা মৌসুমের আগেই এ পাইপ বসানো হবে বলে জানা যায়।
পরিদর্শন শেষে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম বলেন,বর্তমানে কপোতক্ষ নদ খনন কাজ চলমান থাকায় এবছরও কালকীর ¯øুইজ গেট দিয়ে পানি নিঃষ্কাশন হবে না। বিকল্প ব্যবস্থা হিসেবে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে দুটি পয়েন্টে পানি নিঃষ্কাশনের ব্যবস্থা করছি। আশা করি এ বছর আর জলাবদ্ধতা থাকবে না। জানা যায়, বিগত আমন মৌসুমে খাজরা ইউনিয়নের কালকীর ¯øুইজ গেটে পলি ও নদী ভরাট হয়ে যাওয়ায় ৬টি গ্রামে স্থায়ী জলাবদ্ধা সৃষ্টি হয়। আমন ধান,মাছের ঘের প্লাবিত,কাঁচাঘর বাড়ি নষ্টসহ লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখিন হয়েছিল গ্রামবাসী।