তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন।
এসময় প্রকল্প সমন্ময়কারী কাজী বাবর আলী, ইউনিয়ন পরিষদের সদস্য সচিব, ইউপি সদস্য,সাংবাদিক, শিক্ষকসহ উপস্থিত ছিলেন। প্রকল্প সমন্ময়কারী কাজী বাবর আলী জানান, তালা সদর,খলিলনগর, তেঁতুলিয়া ও জালালপুর ইউনিয়নে এপ্রকল্পের কাজ শুরু হয়েছে। পিছিয়ে পড়া হতদরিদ্র দূর্বল মহিলার আতœনির্ভরমীল হবে এবং তারা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণকে সেবা প্রদান করার ক্ষেত্রে দায়বদ্ধ করতে সক্ষম হবে।