নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনে “স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ২৬ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় ইসলামিক ফাউন্শেন কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেন সাতক্ষীরার উপ পরিচালক মোঃ মেহেদী হসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোঃ আলতাফ হুসাইন। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার ফিল্ড অফিসার মোঃ হাসানুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাও. মোঃ আবুল কালাম, ফিল্ড সুপার ভাইজার মোহা. আসাদুল্লাহ, শিক্ষক মোঃ আকতারুজ্জামান প্রমুখ।