বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরায় সিটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের পলাশপোল স্কুল সংলগ্ন সিটি সেন্টারের ২য় তলায় দোয়া অনুষ্ঠান ও ফিতা কেটে সিটি সেন্টারের উদ্বোধন করেন সিটি সেন্টারের পরিচালক মো. আল ইমরান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাও. শাহাদাত হুসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জমির মালিক ডা. রুবায়েত আহমেদ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সহিদুর রহমান, দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক আবু নাসের মো. আবু সাঈদ, ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, সিটি সেন্টারের ম্যানেজার আবু শাহিদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীবৃন্দ। সিটি সেন্টার কর্তৃপক্ষ জানান, ক্রেতাদের চাহিদা মাফিক গার্মেন্টস্ সামগ্রী গেøাসারী, কসমেটিকস্ খাদ্য সামগ্রী ও চাইনিজসহ ছোট থেকে বড়, পুরুষ এবং মহিলা সকল শ্রেণির মানুষের চাহিদা মাফিক প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে। এছাড়াও জেনারেটরসহ সর্বাধিক পার্কিং সুবিধা রয়েছে।