শেখ মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৮ নং মাগুরা ইউনিয়নের মগুরা ফুটবল ময়দান প্রাঙ্গণে এক ইফতার মাহফিল, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯ মার্চ, ১৮ রমজান (বুধবার) বিকাল ৬ টায় মাগুরা ফুটবল ময়দানে নাগরিক ঐক্য পরিষদের আয়োজনে এই আয়োজন করা হয়। কোরআন তেলোয়াত করেন মাওলানা অধ্যানরত মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, তালা প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, বিজয় টিভি-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক রনজিৎ ঘোষ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম রাজু, সাংবাদিক মোঃ তৌহিদুল হাসান, দৈনিক সাতক্ষীরা সকালের নিজস্ব প্রতিনিধি শেখ মনিরুজ্জামান, শেখ ইকবাল হসেন, খেশরা ইউপি সদস্য রফিকুল ইসলাম, মাগুরা যুবসংগের সভাপতি সরদার মোজাম্মেল হক, মোঃ আকরাম হোসেন প্রমুখ। এই ইফতার মাহফিল, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে মগুরা ইউনিয়ন সহ অত্র এলাকার শতশত রোজাদার মুসল্লী উপস্থিত হয়ে ইফতার করেন ও দোয়া অনুষ্ঠানে শরিক হন। ইফতার মাহফিলের আগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই মতবিনিময় সভায় তালা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এস এম নজরুল ইসলাম বলেন, আমাকে আপনারা যদি ভালোবাসেন তবে একটিবারের জন্য হলেও আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন।আমি তালা উপজেলার চেহারা পাল্টে দেব।আমি অসহয় গরীবের বন্ধু, অসহয় মানুষের জন্য সার্বক্ষণিক কাজ করি। মানুষের কল্যানে দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে রূপ পরিবর্তনে আমাদের এই নাগরিক ঐক্য পরিষদ নির্বিঘেœ কাজ করে যাচ্ছে।সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কমনা করে বক্তব্য শেষ করেন।