নিজস্ব প্রতিনিধি : পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে এতিম শিশুদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিলটনের বাসভবনে ৫০জন এতিম শিশুর মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর সভাপতি শেখ আনছার আলী, সাহেব আলী প্রমুখ।