নিজস্ব প্রতিনিধি : কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মারুফ স্মৃতি সংসদ কার্যালয়ে শুক্রবার এন আই ইসলামিয়া যুব ফাউন্ডেশন ও ইসলামিয়া ল্ইাব্রেরীর আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের সভাপতি শেখ মনিরুল হোসেন মাসুম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের নেতা এস এম শওকত হোসেন, শহীদুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, এড. তামীম আহমেদ সোহাগ, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হারুন।