নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৗরসভার ২নং ওয়ার্ড রাজার বাগান উত্তর পাড়া এলাকার বাসিন্দাদের উদ্যোগে নির্মিত মসজিদে নামিরাহ’র নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ভূূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান আশু। শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টায় মসজিদের এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এসময় পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম হাসান, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াছিন, মসজিদে নামিরাহ পরিচালনা কমিটির সভাপতি মঈনুদ্দিন সরদার, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, কোষাধ্যক্ষ আবু হাসান, সহ-সভাপতি মোমেনুর রহমান, সদস্য সাইফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান মনু উপস্থিত ছিলেন।
এসময় সাতক্ষীরার উন্নয়ন, দেশ ও জাতির মঙ্গল এবং এম পি আশুর সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া মোনাজাতপরিচালনা করেন ইমাম হাফেজ মো. আব্দুল মজিদ। এর আগে, এমপি আশরাফুজ্জামান আশু সরে জমিনে রাজার বাগান উত্তর পাড়া ও তার আশ পাশের এলাকা ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।