এ. মাজেদ : পবিত্র মাহে রমজানের ১৯তম দিনে ৩০ মার্চ শনিবার বাদ আসর রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সানা।
সদর উপজেলার ধুলিহর চাঁদপুর বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীসহ পথচারী রোজাদারদের হাতে ইফতার তুলে দিয়ে রোজাদারদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিভিন্ন এলাকার রোজাদারের হাতে ইফতার পৌঁছে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বাবু সানা। ইফতার বিতরণী কার্যক্রমে ধুলিহর ইউনিয়ন আ’লীগ ও ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।