সোমবার , ১ এপ্রিল ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

শপথ ও মুচলিকা দিয়ে বনবিভাগের কাছে ২৪ জন হরিণ শিকারির আত্মসমর্পণ

প্রতিবেদক
satkhirar sakal
এপ্রিল ১, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ

শ্যামনগর ব্যুরো : আর সুন্দরবনের হরিণ না শিকার করার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন ২৪ জন শিকারী। এ সময় হরিণ শিকারে ব্যবহৃত বেশকিছু ফাঁদ জমা দেন আত্মসমর্পণ শিকারীরা। সোমবার (১ এপ্রিল) দুপুরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে বন কর্মকর্তাদের উপস্থিতিতে শিকারীরা নিজেদের অপরাধ শিকার করে আর হরিণ না শিকার করার শপথ নেন এবং লিখিত মুচলেকা দেন।

একই সাথে তারা সুন্দরবনে বিষ দিয়ে মাছ না ধরারও প্রত্যয় ব্যক্ত করেন। আত্মসমর্পণকারী হরিণ শিকারীরা হলেন-সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে আনারুল ইসলাম, গফুর খাঁ’র ছেলে ওমর ফারুক, মুজিদ গাজীর ছেলে আলাউদ্দিন, ছাত্তার খানের ছেলে খাইরুল আলম, আব্দুল খালেক গাজীর ছেলে আব্দুস ছামাদ, জিন্নাত গাজীর ছেলে উমর ফারুক, আনারুল, মৃত আক্কাছ গাজীর ছেলে আলামিন, কাওছার গাজীর ছেলে ইয়াছিন, গফফার মালীর ছেলে সোহেল, বাহিম মালীর ছেলে মোফাজ্জেল, নূরালি গাইনের ছেলে সিরাজুল ইসলাম, জয়নাল মোল্লার ছেলে বাবলু রহমান, কাদের গাজীর ছেলে ইমান আলী, ইউসুফ গাজীর ছেলে ইউনুস আলী, মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর এলাকার মৃত আক্কাস উদ্দিন গাজীর ছেলে শফিকুল ইসলাম (৫০), সুরত আলীর ছেলে হাফিজুর রহমান (৪৮), ইউসুফ (২৭), ছাকাত আলীর ছেলে মিজানুর রহমান (৪৮), আব্দুল আলিম (৪৩), হরিনগর এলাকার মিজানুর রহমানের ছেলে ইসমাইল শেখ (২৫), মোঃ আলী গাজীর ছেলে ইসমাইল হোসেন খোকন, শাহ আলম সানার ছেলে আল-আমিন ও আঃ গনি সানার ছেলে শাহ আলম। আত্মসমর্পণের সময় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসিন হোসেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী, সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনের স্টেশন কর্মকর্তা ও বনকর্মীরা উপস্থিত ছিলেন।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকার, কীটনাশক দিয়ে মাছ আহরণসহ নানা অপরাধে জড়িত ছিলেন। কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না। বন কর্মকর্তারা তাদের সঙ্গে যোগাযোগ করে এই অপরাধের শাস্তি, হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ শিকারের সুদূর প্রসারী কুফল বোঝাতে সক্ষম হয়েছেন। এর ফলে তারা অনুতপ্ত হয়ে বনকর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করেছেন। এদিকে, আত্মসমর্পণকারী শিকারী আনারুল ইসলাম বলেন, আমরা আর হরিণ শিকার করবো না। সরকারের কাছে দাবি আমাদের কাজের ব্যবস্থা করা হোক।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জের শুইপুর প্রাথ. বিদ্যালয়ের শিক্ষক ৭৯১দিন অনুপস্থিত : অভিভাবকদের মানববন্ধন

শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে রাস্তা সম্প্রসারণে অভিযান

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন

আশাশুনিতে মহিলাদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রকল্পের এনগেজমেন্ট কর্মশালা

পারুলিয়া ও সখিপুর বাজার মনিটরিং করলেন দেবহাটার ইউএনও ও ওসি

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ’র মূল্যায়ন ও সমাপনী

কালিগঞ্জে বজ্রপাতে এক শ্রমিকের করুণ মৃত্যু

কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন মাদ্রাসায় বার্ষিক ফলাফল প্রকাশ

আশাশুনিতে বিশ্ব মা দিবসে আলোচনা সভা

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি পঙ্কজ, সম্পাদক তৈয়ব