এ. মাজেদ : সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও ইফতারের আয়োজন করেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ।
তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। ১ এপ্রিল ২১ রমজান সোমবার বিকালে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা ও ইফতারের আয়োজন করা হয় ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ইনামুল হক খোকন, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, আব্দুল হামিদ, শহিদুল ইসলাম শহিদ গাজী, নাজমুল হুদা পিন্টু, সাইফুল্লাহ মাষ্টার, তৌকির আহমেদ, সোহরাব হোসেনসহ ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আ’লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শাহিন আলম।