কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বালাপোতায় শ্রীশ্রী বাবা তারকনাথ ধামে ৬ দিনব্যাপী শিবলীলা মহোৎসব-২৪ আজ থেকে শুরু হচ্ছে। শ্রীশ্রী বাবা তারকনাথ ধামের সভাপতি জ্যেষ্ঠ প্রভাষক দিলীপ কুমার সরকার ও সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক সুব্রত সরকার জানান, (মঙ্গলবার) ০২ এপ্রিল শ্রী শ্রী ডাকাতি কালীপূজার মধ্য দিয়ে ছয় দিনব্যাপী শিবলীলা মহোৎসব শুরু হবে।
এছাড়া ৯ এপ্রিল (মঙ্গলবার) অন্নভাগ, ১০ এপ্রিল (বুধবার) মহা-হাবিষ্য, ১১ এপ্রিল (বৃহস্পতিবার) কাঁটা ঝাপ, ১২ এপ্রিল (শুক্রবার) লীলাবতির বিবাহ ও সন্ধ্যায় নীলবাতি দান এবং ১৩ এপ্রিল (শনিবার) ছাতু ভোগ এর মধ্য দিয়ে শিবলীলা মহোৎসব এর সমাপ্তি ঘটবে। তারা আরও জানান, প্রতিবছর সেখানে শ্রাবণের শেষ সোমবার বাবার আবির্ভাব তিথি ও ফাল্গুনে শিব চতুর্দ্দশী উৎসব পালন করা হয়।