মোঃ আজগার আলী : সাতক্ষীরা নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোয়াইব আহমেদ কে ফুল দিয়ে বরণ করে নেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধা সন্তানরা। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক আহমেদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাতক্ষীরা জেলা সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম শরিফুজ্জামান, কবিরুল আলম এবং কাজী মিঠু ও জামাল উদ্দিন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোয়াইব আহমেদ বলেন, আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন সকলেই আমার জন্য দোয়া ও সহযোগিতা করবেন আমি যেন নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারি। তিনি আরো বলেন সাতক্ষীরার মানুষ নাকি খুব শান্তিপ্রিয় তাই আমিও আশা করছি এখানের মানুষের সাথে একাকার হয়ে কাজ করতে। সেই জন্য আমি সকলের দোয়া কামনা করছি, সর্বোপরি সকলকে ধন্যবাদ জানান।