বুধবার , ৩ এপ্রিল ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

বাগানবাড়ি এলাকায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদক
satkhirar sakal
এপ্রিল ৩, ২০২৪ ১:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাগান বাড়ি এলাকায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ এপ্রিল) সকাল ১০টায় রাস্তায় নির্মাণ সামগ্রী ঢেলে অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন।

সাতক্ষীরা পৌরসভার অবকাঠামো উন্নয়নে পৌরসভার নিজস্ব অর্থায়নে শেখ মুজিবুর রহমানের বাড়ি হতে ফুপির বাড়ি পর্যন্ত ৬ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ১০০ মিটার আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপ-সহকারী প্রকৌশলী মহাব্বত হোসেন, তুষার রায় চৌধুরী, নির্মাণ কাজের ঠিকাদার আব্দুস সালাম গাজী প্রমুখ। এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া পাওয়া পূরণ হওয়ায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ সময় পৌরসভার কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর