নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাইকগাছার দেলুটি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা দেলুটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সর্বমোট ১৪ শত ৪৯ টি পরিবারের মাঝে ১০ কেজি হারে ভিজিএফ চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।
বিতরণ কালে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার গোবিন্দ চন্দ্র দে, ইউপি সদস্য যথাক্রমে সুকুমার কবিরাজ, রাম চন্দ্র টিকাদার, বিনতা সরদার, রবীন্দ্র নাথ মন্ডল, কিংশুক রায়, চম্পক বিশ্বাস, পলাশ কান্তি রায়, রিংকু রায়, পবিত্র সরদার, বদিয়ার হোসেন, মেরী রানী সরদার,ল²ু রানী সরদার, ইউপি সচিব বিজয় কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।