নিজস্ব প্রতিনিধি : ভোমরা স্থল বন্দরে কাস্টমস হাউজ দ্রæত বাস্তবায়নের সহযোগিতা চেয়ে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এর সাথে সাক্ষাৎ করেছেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ২ টায় দক্ষিণ বঙ্গের অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপি’র খুলনাস্থ বাস ভবনে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের (ভারপ্রাপ্ত) সভাপতি ও ভোমরা কাস্টমস্ হাউজ বাস্তবায়ন কমিটি’র আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের নেতৃত্বে ভোমরা সিএন্ডএফ নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
সৌজন্য সাক্ষাৎ কালে শেখ হেলাল উদ্দিন এমপি বলেন, আমার পক্ষ থেকে সর্বচ্চ সহযোগিতা থাকবে। কাস্টমস হাউজ দ্রæত বাস্তবায়ন করার জন্য আমি অর্থ মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলবো। এসময় আরো উপস্থিত ছিলেন ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ভোমরা কাস্টমস্ হাউজ বাস্তবায়ন কমিটি’র সদস্য সচিব এ এস এম মাকছুদ খান, ভোমরা কাস্টমস্ হাউজ বাস্তবায়ন কমিটি’র সদস্য আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবু মুছা, মো.শাহানুর রহমান শাহিন, শহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, বিলকিস সুলতানা সাথী, রোখসানা পারভীন প্রমুখ।